বকেয়া বেতনের দাবীতে জাহাঙ্গীরের বাড়িতে ট্রাফিক সহকারীদের বিক্ষোভ।
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরে ৬ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের শিক্ষা ফাউন্ডেশনেরর ট্রাফিক সহকারীরা। শুক্রবার দুপুরে নগরীর হারিকেন এলাকায় সাবেক মেয়রের বাসভবনে জাহাঙ্গীর আলমের শিক্ষা ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ট্রাফিক সহকারীরা। একপর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়ক থেকে সড়ে এসে পুনরায় কার্যালয়ের সামনের প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ করে ভুক্তভোগী ট্রাফিক সহকারীরা। বিক্ষুব্ধরা জানায়, ৬ মাস যাবৎ কোন বেতন ভাতা দেওয়া হচ্ছেনা বিভিন্ন সময় বেতন চাইলে নানান অজুহাতে দেখিয়ে আসছিল কতৃপক্ষ। এখন আমাদের বলছে তোমরা আমাদের লোক না কোন বেতন বা টাকা পয়সা পাবা না। এখন আমরা কোথায় যাব কি খাব? জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ট্রাফিক সহকারীদের পরিচালক, ক্যাপ্টিন আবুল হোসেন বলেন আজ সাপ্তাহিক ছুটির দিন এবিষয়ে আগামীকাল অফিসে এসে কথা বলবো। গাছা থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ট্রাফিক সহকারীদের কাজ অত্যন্ত কষ্টের। তাদের বেতন ভাতা না পাওয়াটা দুঃখজনক। বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ট্রাফিকসহকারীদের কাগজ পত্র যাচাই বাছাই করে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে।